বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল কুয়েত

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে কুয়েত। নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, সিরিয়া, মিশর, লেবানন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ও ভারত। গত শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব নাগরিক একটানা দুই সপ্তাহ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলোতে অবস্থান করেছেন, তাদের জন্যই কুয়েত সরকারের এই নিষেধাজ্ঞা। এসব দেশের নাগরিকরা কুয়েত ভ্রমণ করলে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

এদিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে কুয়েতগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: