আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র অনুরোধ সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে আয়োজন না করার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাশঙ্কা উল্লেখ করে বোর্ড এই সিদ্ধান্ত আবারও আইসিসিকে জানিয়েছে।
বিসিবির এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, “বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে একেবারেই খেলবে না- ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন বাংলাদেশের উচিত সব ম্যাচ বাংলাদেশেই আয়োজন করা। শ্রীলঙ্কা নয়, পাকিস্তানের কোনও ‘উদারতা’-ও দরকার নেই।”
হামিন আরও বলেন, পাকিস্তান, যেখানে তাদের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খানকে কারাগারে রাখা হয়েছে, অর্থনৈতিক ও ক্রীড়ার দিক থেকে আমাদের তুলনায় অনেক পিছিয়ে এবং বিশ্বের র্যাঙ্কিংও নিম্ন। “বাংলাদেশ ক্রিকেটের জন্য পাকিস্তানের ‘উদারতা’ প্রয়োজন নেই। আমাদের মাঠ, অবকাঠামো এবং ক্রিকেটপাগল দর্শক আছে। কেন নয়- সব ম্যাচ হোক এক বাংলাদেশেই!”
তিনি বিসিবি ও ক্রীড়া উপদেষ্টাকে আইসিসির সঙ্গে দৃঢ়ভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন। হুমকি স্বরূপ উল্লেখ করে বলেন, “সমঝোতায় ব্যর্থ হলে এর দায় নিতে হবে।” এছাড়াও তিনি আইসিসি থেকে প্রাপ্ত চিঠি প্রকাশের দাবি তুলেছেন, যাতে ক্রিকেটপ্রেমীরা পুরো বিষয়টি জানতে পারে।
এসকে/টিএ