সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়ে সরাসরি মুখ খুলেছেন। আত্মহত্যার চেষ্টা করার পর হাসপাতালে ভর্তি হওয়া দেবলীনা হাসপাতালে ফিরেই ফেসবুক লাইভে এসে স্বীকার করেন, “ভুল করেছিলাম।” তিনি বিস্তারিত জানালেন কেন ওই রাতে বন্ধু সায়ক চক্রবর্তীকেই মেসেজ করেছিলেন। দেবলীনা বলেন, “আমার সঙ্গে মা ছিল, চাইলে মাকেই বলতে পারতাম। কিন্তু ওই পরিস্থিতিতে তা বলতে চাইনি। জানতাম সায়কও রাত ৩টা পর্যন্ত জাগে, সেই কারণে ওকে মেসেজ করি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেবলীনার দিদি শর্মিষ্ঠা ও অন্যান্য বিষয়ক নানা কটাক্ষেরও তিনি জবাব দিয়েছেন। জানান, শর্মিষ্ঠা আদতে বাবার প্রথম স্ত্রীর সন্তান এবং তাঁদের সম্পর্ক মধুর। দূরত্বের কারণে মাঝে ভিডিওতে শর্মিষ্ঠাকে দেখা যায়নি।
দুই যুবকের সঙ্গে হওয়া বিতর্কও পরিষ্কার করেছেন দেবলীনা। জানান, তারা কোলাব ভিডিওর জন্য যোগাযোগ করেছিলেন, টাকা দেওয়ার বিষয় নয়। ইতিমধ্যেই পরিস্থিতি বুঝে দেবলীনা তাদের ৫৩ হাজার টাকা মিটিয়েছেন। সবশেষে তিনি জানান, এবার নিজের প্রতি মনোযোগ দেবেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং ১৫ তারিখের পর মঞ্চে আবার দর্শকের সঙ্গে মিলিত হবেন।
এই ফেসবুক লাইভ এবং প্রকাশের মাধ্যমে দেবলীনা নন্দী ভক্ত ও সমালোচকদের সামনে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, নিজের জীবনকে গুরুত্ব দিয়ে তিনি পুনরায় স্বাভাবিক ও সক্রিয় জীবনে ফিরতে চলেছেন।
পিআর/টিএ