গায়িকা ইমনের জীবনে কাজ আর স্বামীকে বাদ দিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন তাঁর বাবা ও কাকা। এই দুইজনের প্রতি তাঁর ভালোবাসা এবং স্নেহ সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট। মাঝেমধ্যে বাবা- কাকাকে নিয়ে আদুরে মুহূর্ত শেয়ার করেন ইমন। এবারও সেই ধারাবাহিকতায় একটি ভিডিও প্রকাশ করেছেন, তবে এবার ঘটেছে একেবারে উল্টো কাণ্ড।
ভিডিওতে দেখা যায়, বাড়িতে বসে ক্যামেরার সামনে বাবা ও কাকাকে নিয়ে “গম্ভীর” কিছু কথা বলতে শুরু করেন ইমন। তিনি বলেন, কাজ না থাকলে ভোর চারটায় উঠে সকলের জন্য রান্না শুরু করেন। তবে কথাটা শেষ করার আগেই নিজেই হেসে ফেলেন। পাশে থাকা বাবা- কাকাও হাসি বন্ধ রাখতে পারেন না, যা দেখেই বোঝা যায়, গল্পটা আসলে অন্যখানে গড়াচ্ছে।
ইমনের ভোরে ওঠার দাবি শুনে বাবা- কাকা বলেই ওঠেন, “সকাল ১১- ১২টার আগে বিছানা ছাড়ে না।” এতে লজ্জায় পড়েন ইমন। পাল্টা বলেই দেন, “আমি কিন্তু দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ি।” এরপর হাসির রোল শুরু হয়। কাকা চিৎকার করে বলেন, “এই ভিডিও ডিলিট কর, এতক্ষণ হাসি চেপে রেখেছি!” আর বাবা যোগ করেন, “রাত তিনটার আগে ঘুমায় না, ওয়েব সিরিজ আর সিনেমা দেখে রাত কাটে।”
সবশেষে কাকা রায় দিয়ে দেন- “ভিডিও বন্ধ কর, এত মিথ্যে কথা বলিস না!” এইভাবেই হাসি, খুনসুটি আর পারিবারিক মজায় ভরা ভিডিওটি নেটপাড়ায় মন জয় করেছে।
এসকে/টিএ