শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। সরকারের উচ্চ পর্যায়ে এব্যাপারে একাধিক বৈঠক হয়েছে। করোনাভাইরাস বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুতই এব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।

রোববার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দলের সভাপতিমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গোটা পৃথিবীতে এ ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এতে বিভিন্ন দেশের মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশও সেই উদ্বেগের বাইরে নয়। কিন্তু এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আমাদের উচিত সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবিলা করা।

মন্ত্রী জানান, চীন খুব ভালো ভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। ভাইরাস নিয়ন্ত্রণে তাদের গৃহিত কর্মকৌশল জানার জন্য আমরা নির্দেশনা চেয়েছিলাম। চীন সরকার আমাদেরকে চিঠি দিয়ে সেই নির্দেশনা পাঠিয়েছে। কাজেই আমাদের কাজ এখন আরও সহজ হয়ে গিয়েছে।

 

টাইমস/এসএন

 

Share this news on: