জর্জ নরম্যান ডগারলাস একজন বিখ্যাত ব্রিটিশ উপন্যাস লেখক। তিনি ১৮৬৮ সালের ৮ ডিসেম্বর অস্ট্রিয়ার থুরিনিনে জন্মগ্রহণ করেন।
তার সমস্ত বই কল্পকাহিনী, স্থলচিত্র, আত্মজীবনী মূলক। তার উল্লেখযোগ্য বইগুলো হলো সিরেন ল্যান্ড, বিদ্রূপাত্মক উপন্যাস সাউথ উইন্ড, আত্মজীবনী বই লিংক ব্যাক। এছাড়া তার সবচেয়ে জনপ্রিয় বই হল ওল্ড ক্যালবারিয়া।
নরম্যান ডগারলাস ১৯৫২ সালের ৯ ফেব্রুয়ারি ইতালির ক্যাপরিতে মারা যান।
তার একটি বিখ্যাত উক্তি
“অন্যকিছু চিন্তা না করে, শুধু কর্তব্যগুলো যথাযথভাবে করে যাও, পুরস্কৃত হবেই।”