ভারতের সেনাবাহিনীতে করোনাভাইরাসের হানা

ভারতের এক সেনা সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ভারতীয় সেনা পদাতিক বাহিনীর লাদাখ স্কাউটস রেজিমেন্টের সদস্য। সেনাবাহিনীর এই বিশেষ বিভাগটি সারা বছরই লাদাখের বরফে ঢাকা এলাকায় কাজ করে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ওই সেনা সদস্যের বাবা ইরান থেকে দেশে ফেরেন। ওই সময় সেনা সদস্য বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। ২ মার্চ ওই সেনা সদস্য কর্মস্থলে যোগদান করলে তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়।

করোনা আক্রান্ত হওয়ার পর ২৯ ফেব্রুয়ারি থেকে ওই সেনা সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সেনা সদস্যের বোন, স্ত্রী ও দুই সন্তানকেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে।

এদিকে ভারতে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। সূত্র: বিবিসি

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: