খাগড়াছড়িতে চালের দাম বৃদ্ধি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়িতে চালের দাম বাড়িয়ে বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে এসব অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দেয়। শুক্রবার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে মাটিরাঙ্গা উপজেলায় চালের দাম বাড়িয়ে দেন কয়েকজন ব্যবসায়ী। এতে বিপাকে পড়েন ক্রেতারা। ব্যাপারটি স্থানীয় প্রশাসনের নজরে গেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি আবু সওদাগর, আলম সওদাগর, সোহাগ হোসেন ও আইয়ুব আলী নামে চারজন চাল ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেন।

এসময় ক্রেতারা চাল ব্যবসায়ী আবু সওদাগর ও আলম সওদাগরের বিরুদ্ধে চালের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করেন।

পরে মাটিরাঙ্গা ইউএনও বিভীষণ কান্তি দাশ বলেন, দেশে কোনো খাদ্য সঙ্কট নেই। স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট কারসাজি করে চালের সঙ্কট তৈরি করে আসছে। কিন্তু এসব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযান পরিচালনা করব।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ