মার্কিন রাজনীতিবিদ ও দার্শনিক টমাস জেফারসন। তিনি ১৭৪৩ সালের ১৩ এপ্রিল ব্রিটিশ আমেরিকার ভার্জেনিয়ায় জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পর জেফারসন শিক্ষা প্রসারে অবদান রাখেন।
তিনি লাইব্রেরি অফ কংগ্রেসকে তার বিশাল সংগ্রহের বই দান করেন। তিনি প্রতিষ্ঠা করেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া তিনি ভার্জিনিয়ার মুক্তধর্ম আইন ‘ভার্জেনিয়া স্টাটু ফর রিলিজিয়নস ফ্রিডম’ লিখেছেন।
জেফারসন ৮৩ বছর বয়সে ১৮২৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রের ৫০তম বার্ষিকীতে ভার্জেনিয়ার শালর্টভিলে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
‘দুঃখভারাক্রান্ত চিঠি বারবার পাঠ করতে নেই।’