ময়মনসিংহের সেই বাঘ অবমুক্ত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের জঙ্গলের গর্তে লুকিয়ে থাকা মেছো বাঘকে অবমুক্ত করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে ওই জঙ্গলেই বাঘটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান।

এসিএফ তবিবুর রহমানের নেতৃত্বে উদ্ধার অভিযানে অংশ নেয় ময়মনসিংহ বন বিভাগের ৭ সদস্যের একটি টিম ।

এসিএফ তবিবুর রহমান জানান, ওই জঙ্গলটি মেছো বাঘের বসবাসের জন্য আদর্শ আবাসস্থল। সেখানে আরও মেছো বাঘের বিচরণ রয়েছে। স্থানীয়রা দু’টি বাঘের কথা বললেও বাঘ ছিল একটি, তা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

এসময় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এর আগে বুধবার সকালে উপজেলার সাহাপুর গ্রামের একটি জঙ্গল থেকে বাঘটি বের হয়ে লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী বাঘটিকে ধাওয়া দিলে সেটি জঙ্গলের ভেতর গর্তে আশ্রয় নেয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী ও ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। তারা বাঘটির ক্ষতি না করতে মাইকিং করে নিষেধ করেন। একই সাথে বাঘটি উদ্ধারে বন বিভাগে খবর দেন।

আরও জানতে...

ময়মনসিংহে লোকালয়ে বাঘ, আতংকে এলাকাবাসী

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: