করোনা: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কিশোরী, নমুনা আইইডিসিআরে

যশোরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক কিশোরীর নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। রোববার কিশোরীর নমুনা ঢাকায় পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার রায় জানান, শনিবার সন্ধ্যায় যশোরের চৌগাছা উপজেলার ১৬ বছর বয়সী ওই কিশোরী ঠাণ্ডা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

তিনি বলেন, তার অসুস্থতার উপসর্গগুলো নিয়ে সন্দেহ হওয়ায় ঢাকায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআরে) পাঠানো হয়েছে।

এদিকে জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: