নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী নেপালি চিকিৎসকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিলো একটি শক্তিশালী অ্যালামনাই প্ল্যাটফর্ম গঠন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। স্বাগত বক্তব্যে তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শিক্ষা গ্রহণকারী নেপালি চিকিৎসকরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এই মিলনমেলায় মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে ২০২৫ সালের গ্র্যাজুয়েটসহ প্রায় ৮০ জন নেপালি চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানে তারা বাংলাদেশে কাটানো তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রস্তাবিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
কেএন/টিকে