ইরাকের সেই ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা

ইরান সীমান্তের কাছে অবস্থিত ইরাকের কে-১ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। আইএস জঙ্গি নির্মূলে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের ওই সামরিক ঘাঁটি ব্যবহার করত যুক্তরাষ্ট্র।

রোববার মার্কিন সেনারা ইরাকি সশস্ত্র বাহিনীর কাছে ঘাঁটির কর্তৃত্ব হস্তান্তর করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন বলছে, গত বছরের ডিসেম্বরে এ ঘাঁটিতে এক মার্কিন ঠিকাদারকে হত্যার পরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পায়। আর ওই উত্তেজনার অংশ হিসেবে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানি নিহত হন।

কাশেম সোলেইমানি নিহতের ঘটনার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। হামলায় মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে এ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের খবর দিয়ে মার্কিন বাহিনী জানিয়েছে, উগ্র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের এখন আর ইরাকে এই ঘাঁটিতে অবস্থান করার প্রয়োজন নেই।

তবে মার্কিন সেনারা দাবি করেছেন, শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্র হামলা বা মহামারী করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি সেনা প্রত্যাহারের সঙ্গে কোনো ভাবেই সম্পর্কিত নয়।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: