ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল সৌদি

সৌদি আরবে চালকবিহীন ড্রোনের বহর ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও দেশটির সশস্ত্র আনসারুল্লাহ গোষ্ঠী। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির স্পর্শকাতর এলাকায় এ হামলা চালানো হয়।

রোববার রাতে ক্ষেপণাস্ত্র সামাদ-৩ ও ড্রোন ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার দিয়ে হামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

জেনারেল সারি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহর যোদ্ধারা এক ঝাঁক ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে। এসময় তারা ড্রোন দিয়েও হামলা করেছে।

হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান, নাজরান এবং আসিরের অর্থনৈতিক ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেনারেল সারি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের আগ্রাসন ও সর্বাত্মক অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবেই। প্রয়োজনে এ হামলা সৌদি আরবের আরও ভিতরে আঘাত করবে। সূত্র: পার্স টু ডে

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: