লালমোহনে অর্ধশতাধিক মুচি পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন ইউএনও

ভোলার লালমোহনে হরিজন সম্প্রদায়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অর্ধশতাধিক মুচির বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইউএনও হাবিবুল হাসান রুমি। মঙ্গলবার দুপুরে এসব পরিবারে তিনি চাল, ডাল ও আলু বিতরণ করেন।

এসব সম্প্রদায়ের লোকেরা লালমোহন ভূমি অফিসের সামনে মুচি মার্কেটে জুতা সেলাই করতেন। কিন্তু করোনায় দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়ে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, করোনার কারণে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে। এর আগে রিকশাচালক , অটো শ্রমিকদের মাঝেও অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এমন সংকটময় মূহুর্তে বিত্তবানদের উচিত এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। তাহলে তাদের দুঃখ লাঘব হবে। তাদের মুখে হাসি ফুটবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুল বাতেন প্রমুখ।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on:

সর্বশেষ