বরিশালে করোনা পরীক্ষায় ল্যাব তিনদিনের মধ্যে চালুর নির্দেশ

করোনাভাইরাস পরীক্ষা জন্য আগামী তিনদিনের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) ল্যাব চালু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাস শনাক্ত করার জন্য পিসিআর (পলিমার চেইন রিঅ্যাকশন) যন্ত্র আগামী তিনদিনের মধ্যে চালু করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে বলেন। এছাড়া হাসপাতালগুলোর সব চিকিৎসককে কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য শেবাচিম হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. এমটি জাহাঙ্গীর হুসাইন জানান, আইইডিসিআর থেকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য পাঠানো যন্ত্রটি কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হচ্ছে। কক্ষটিকে সুরক্ষিত করে কার্যক্রম চালানোর উপযোগী করার কাজ চলছে। কক্ষ প্রস্তুত ও পিসিআর মেশিন স্থাপন এবং মেশিনের বিসিএল-২ লেভেল ঠিক করতে কয়েক দিন সময় লাগতে পারে। এরপরই করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি জানান, তবে পরীক্ষার জন্য বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন টেকনেশিয়ান প্রয়োজন। মেডিকেল কলেজ কিংবা হাসপাতালে বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, সভায় প্রতিমন্ত্রী পিসিআর যন্ত্রটি যত দ্রুত সম্ভব চালু করার তাগিদ দিয়েছেন। এ কাজে প্রয়োজনে অতিরিক্ত প্রকৌশলী ও টেকনিশিয়ানদের নিয়োগ করে দিনরাত কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পিসিআর যন্ত্রটি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024
img
দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট, মোটরসাইকেলের গতি নামানো হলো ৬০-এ May 07, 2024
img
সূর্যকুমারের সেঞ্চুরিতে জয়ে ফিরল মুম্বাই May 07, 2024
img
রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত May 07, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু May 07, 2024
img
উপজেলা পরিষদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন May 07, 2024
img
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত May 07, 2024
img
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস May 07, 2024