খুঁজে খুঁজে দরিদ্রদেরই সহায়তা দিচ্ছেন সালমা

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা। এবার দরিদ্রদের সহায়তায় রাস্তায় নেমেছেন তিনি। সারা বিশ্ব যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিধ্বস্ত। ঠিক তখনই আর নিজেকে ঘরে আটকে রাখতে পারলেন না এ শিল্পী।

তাই গৃহবন্দী সালমাও বের হয়ে পড়েছেন ঘর থেকে। এরপর খুঁজে খুঁজে দরিদ্রদেরই সহায়তা দিচ্ছেন তিনি।

জানা গেছে, সালমা ও তার স্বামী সানাউল্লাহ নূর সাগর। তাদের সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট(SFED)’। এ ফাউন্ডেশনের মাধ্যমে গতকাল থেকে ঢাকা ও আশে-পাশের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় প্রায় ২০০ পরিবারের মধ্যে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন সালমা।

এ প্রসঙ্গে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে বুধবার সকালে সালমা বলেন, আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা দিচ্ছি। যাতে প্রকৃতদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। এর ফলে দিনমজুররাই বেশি বিপদে পড়েছেন। কারণ তাদের হাতে কোন কাজ নেই। এমন মানুষদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।

সালমা আরও বলেন, আমার বিশ্বাস, যাদের সামর্থ্য আছে তারা যদি দেশের এমন পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে কেউ অনাহারে থাকবে না। তাদের একটু সাহায্যে বেঁচে যাবে অসংখ্য পরিবার।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ