চট্টগ্রামে ২০০ বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও ২ কেজি ডাল দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মহীন হয়ে পড়া এসব বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ডিসি স্যারের নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও ২ কেজি করে ডাল দেয়া হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রামে একজন মানুষও না খেয়ে থাকবেন না। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি।

প্রয়োজনে আরও ত্রাণ সামগ্রী আমরা দিবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে বলেও এসময় যোগ করেন তিনি।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on: