ভাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।

বৃহস্পতিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইলের ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হৃদয় সর্দার (৩২)। হৃদয় সর্দার বাগেরহাট জেলার ফকিরহাট থানার মো. ইলিয়াস সর্দারের ছেলে ও একজন গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী ছিলেন। আহত হয়েছেন পটুয়াখালী সদরের মরিচ বুনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রুবেল মিয়া (৩০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় মোটরসাইকেল চালিয়ে তার খালাত ভাই রুবেলকে (৩০) নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ভুল করে লেন পরিবর্তন করায় অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয় ও তার খালাতো ভাই আহত হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যান এবং আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. জুয়েল জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ