ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. জাহিদ (৭৫) নামের মানবতাবিরোধী অপরাধে (যুদ্ধাপরাধী) কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২২ জানুয়ারি রাতে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করান।
কারাসূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন মো. জাহিদ। তার বন্দি নম্বর কয়েদি- ৭৭১৬/এ। সুনামগঞ্জের লাখাই উপজেলার অশোক উল্লাহ ছেলে তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আইকে/টিকে