খুলনায় বিকাল পাঁচটার পর বন্ধ থাকবে বাজার-মুদি দোকান

খুলনায় সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিত করে করোনাভাইরাস সংক্রমণরোধে বিকাল ৫টার পর থেকে বাজার-মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসনের জারিকৃত গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য খুলনা জেলা ও মহানগরে বাজার-মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় সব রকম পণ্যের দোকান রোববার থেকে প্রতিদিন সকালে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক এই আদেশের আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। ব্যতিক্রম হিসেবে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মহানগরের রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on:

সর্বশেষ