করোনা সন্দেহে কুমিল্লায় বাড়ি লকডাউন

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কুমিল্লা নগরীর একটি বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর পশ্চিম বাগিচাগাঁও স্টেশন রোডে মুন্সি তৌরাব আলী সড়কের ‘ফাতেমা মঞ্জিল’ নামের ওই বাড়িটি লকডাউন করা হয়।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, জ্বর, সর্দি ও কাশিজনিত সমস্যায় করোনাভাইরাসের লক্ষণ থাকায় রোববার নগরীর পশ্চিম বাগিচাগাঁও মুন্সি তৌরাব আলী সড়কের একটি বাড়ির সন্দেহভাজন এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পাঠানো হয়। এরপর সোমবার দুপুরে ওই সন্দেহভাজন ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদেরও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি বলেন, এখনও রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ