‘বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা চলছে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত ও চীন মিলে প্রায় আড়াইশ কোটি মানুষের দেশ। আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে এই দুটি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা।

শুক্রবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আগের থেকে অনেক উন্নতি করছি। ইতোমধ্যে ভারতের বাজারে প্লাস্টিক, গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে। চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশকে টার্গেট করে আমরা পরিকল্পনা করছি।

তিনি বলেন, ইতোমধ্যে আমি ও খাদ্যমন্ত্রী মিল মালিকসহ এই ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সঙ্গে বসে কথা বলেছি। তারা কথা দিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। আশা করছি খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে।

এর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: