সাধারণ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবারের ঘোষণার মধ্য দিয়ে চতুর্থ দফায় সাধারণ ছুটি বাড়ানো হলো। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আমহদ কায়কাউস সাধারণ ছুটি বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ও শুক্রবার চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়েছে।

কারণ দেশে এখন প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। সামনের দিনগুলো আরও ভয়াবহ হতে পারে, এমন আশঙ্কায় সরকার সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ