ধন্যবাদ জানালেও শিল্পী সমিতিকে ফিরিয়ে দিলেন নাসরিন

অভিনেত্রী নাসরিন। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিলেন তিনি। তবে ওইসময় তার পাশে দাঁড়াননি শিল্পী সমিতির কেউই।

তাই অনেকটা কষ্ট ছিল নাসরিনের মনে। এই কারণে কয়েক গণমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি।

তবে এবার সেই একই ভুল আর করেননি শিল্পী সমিতি। প্রাণঘাতী করোনাভাইরাসে বিভিন্ন শিল্পীদের পাশাপাশি নাসরিনকেও ফোন করেছেন তারা। ফোন দিয়ে জানতে চেয়েছেন বিভিন্ন কথা।

এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে নাসরিন বলেন, বৃহস্পতিবার দুপুরে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে। কেমন আছি জানতে চেয়েছে, খোঁজ-খবর নিয়েছে এবং আমাকে একটি ব্যাগ দেওয়ার কথা বলা হয়েছে।

তবে আমি তাদের ফিরিয়ে দিয়েছি। বলেছি, আমার ব্যাগ লাগবে না। ব্যাগটি অন্য কোনো দুস্থ শিল্পীকে দিয়ে দিলে খুশি হবো।

নাসরিন এও বলেন, খুব ভালো লাগছে সমিতির পক্ষ থেকে ফোন করা হয়েছে। এজন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই।

এদিকে, সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, শিল্পী হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা সবাই একটি পরিবার। রাগ-অভিমান হবেই আবার সব ঠিক হয়ে যাবে। দেশের এমন পরিস্থিতিতে আমরা সকল শিল্পীদের খোঁজ-খবর নিচ্ছি। যেহেতু সমিতির কাজের পাশাপাশি শিল্পীদের খোঁজ নেওয়া হচ্ছে। তাই সবার সঙ্গে যোগাযোগ করতে একটু সময় লাগছে।

 

টাইমস/জেকে

Share this news on: