দেশে ১০০ চিকিৎসক করোনায় আক্রান্ত: বিডিএফ

দেশে এখন পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। আক্রান্তদের অধিকাংশই ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত।

ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাস এ তথ্য জানান। তিনি বলেন, করোনায় সংক্রমিত ডাক্তারের সংখ্যা ১০০ জনে পৌঁছে গেছে। যদি এই সংখ্যা এভাবেই বাড়তে থাকে তাহলে চিকিৎসা দেয়ার মত কোনো চিকিৎসকই আর অবশিষ্ট থাকবে না।

চিকিৎসকদের করোনায় আক্রান্ত হওয়ার কারণ হিসেবে নিম্নমানের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দায়ী বলে দাবি সংগঠনটির।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈন মারা যান। এছাড়া সারাদেশে এখন পর্যন্ত ৫৭ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ২৭০ জন রয়েছেন কোয়ারেন্টিনে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ