পুলিশ পরিচয়ে ছিনতাই, রংপুরে আটক ৬ যুবক

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৬ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ি মোড়ের মমিন মার্কেটে এ ঘটনা ঘটে। শনিবার দ্রুত বিচার আইনে মামলার পর আটক যুবকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ছয়জন হচ্ছেন- উপজেলা থানাপাড়ার সাইফুল আজাদের ছেলে ইয়াতিমুল ইসলাম অলিন (২০), আব্দুল হালিম মন্ডলের ছেলে জিসান মন্ডল (২২), উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবিব বিপু (২১), উপজেলা সদরের সরদার পাড়ার মৃত মমতাজুর রহমানের ছেলে মওদুদ আহাম্মেদ ওরফে বিপ্লব সরদার (৩৫), ধনশালা গ্রামের মজিবর রহমানের ছেলে মেহেদি হাসান শাওন (২০) ও প্রজাপাড়ার প্রদীপ চন্দ্র সরকারের ছেলে উজ্জ্বল চন্দ্র সরকার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ৬ যুবক দুটি মোটরসাইকেলযোগে উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ি মোড়ের মমিন মার্কেটে যায়। তারা পুলিশ পরিচয়ে দোকানদার ও পথচারীদের কাছ থেকে করোনার বিধিনিষেধ ভাঙ্গার অভিযোগে টাকাপয়সা কেড়ে নিচ্ছিল। বাজারের এক ওষুধ ব্যবসায়ী এদের একজনকে চিনতে পেরে পুলিশ নয় বলে চিৎকার করতে থাকে। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালাতে চেষ্টা করে। শিমুল বাড়ি এলাকায় ছিনতাইকারীদের একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। অন্য মোটরসাইকেলে ৩ ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ঘটনাস্থল থেকে অলিন, জিসান, বিপুকে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাদের দেওয়া তথ্যমতে রাতেই সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। গভীররাতে পলাতক বিপ্লব, শাওন ও উজ্জ্বলকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চত করে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ঘটনায় জড়িত সবাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওষুধ ব্যবসায়ী রুহুল আমিন মামলা করলে শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ