সিলেট থেকে সোমবার ঐক্যফ্রন্টের কর্মসূচী শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবিতে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করবেন তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল সিলেট পৌঁছাবেন বলে জানান সিলেট মহানগর বিএনপির সভাপতি মোহাম্মাদ নাসিম হোসাইন।

নাসিম হোসাইন বলেন, ঐক্যফ্রন্টের নেতারা সোমবার সিলেট পৌঁছে প্রথমে শাহাজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। সেখান থেকে একাদশ জাতীয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শনের অংশ হিসেবে নির্বাচনে সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত সায়েম আহমদ সোহেলের বাড়ি যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ৮ জানুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচির সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ সিলেট যাওয়ার কথা রয়েছে।

 

টাইমস/এসআর/এমএএইচ/এইচইউ

Share this news on: