খুলনায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

খুলনায় রূপসা উপজেলার ৪৮ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ৫৯ জনের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ জানান, ওই স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নুর আলমের পরিবারের নমুনা সংগ্রহ করার জন্য মিল্কি দেয়াড়া এলাকায় যান। পরে নূর আলমের ২ ছেলের রিপোর্টও পজিটিভ আসে। এতে সন্দেহ হওয়ায় ওই স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ে। বাদবাকিদের রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত ব্যক্তি খুলনার রূপসা উপজেলার বাসিন্দা।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মোবাইল সার্ভিসিং প্রকৌশলী নূর আলম খান ‌ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাতে ওই স্বাস্থ্যকর্মী নুর আলম খানের দুই ছেলেসহ ছয়জনের এবং বুধবার সকালে নুর আলম খানের স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করে দেখা গেছে, নুর আলম খানের স্ত্রী করোনায় আক্রান্ত নন। কিন্তু নমুনা সংগ্রহকারী ওই স্বাস্থ্যকর্মী আক্রান্ত। তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: