রংপুরে একদিনে ৫ জন করোনায় আক্রান্ত

রংপুর বিভাগে নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে রংপুর জেলার ৫ জন।

আক্রান্তদের মধ্যে রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকার একজন (৫৫), কারমাইকেল কলেজ এলাকার একজন (৩০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৩০), মিঠাপুকুর উপজেলার এক শিশু (৫), পীরগঞ্জ উপজেলার এক যুবক (১৮), কুড়িগ্রামের রৌমারী উপজেলার একজন (৩০) ও পঞ্চগড়ের বোদা উপজেলার একজন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। এদের মধ্যে রংপুর মহানগরীতে তিনজন, মিঠাপুকুর, পীরগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী এবং পঞ্চগড়ের বোদায় একজন করে।

তিনি আরো জানান, এ নিয়ে বিভাগের ৬৮ করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ১৩, গাইবান্ধায় ১২, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৫, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৭, দিনাজপুরে ১৫ এবং পঞ্চগড়ে ৩ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: