করোনার নতুন ৬ উপসর্গ পেল মার্কিন গবেষকরা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলে এতদিন জ্বর, কাশি, সর্দি ও গলাব্যথার উপসর্গ দেখা দিত। কিন্তু এবার গবেষকরা নতুন করে ৬টি উপসর্গের কথা জানিয়েছেন। মার্কিন স্বাস্থ্য সংস্থা (সিডিসি) করোনায় আক্রান্তদের শরীরে পাওয়া এই নতুন ৬টি উপসর্গের সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে করোনাভাইরাস প্রবেশের ১৪ দিনের মধ্যে আগের উপসর্গ ছাড়াও নতুন উপসর্গগুলো দেখা দিতে পারে। নতুন উপসর্গগুলোর মধ্যে শ্বাসকষ্টের সমস্যাকে আবারও চরম অবস্থা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এছাড়া পেশীর যন্ত্রণা, মাথাব্যথা এবং বুকের যন্ত্রণাও করোনা আক্রান্তের নতুন লক্ষণ। কাজেই এসব উপসর্গ দেখা দিলে ঘাবড়ে না গিয়ে যথাযথ চিকিৎসা নেয়া প্রয়োজন বলে জানিয়েছে সিডিসি।

মার্কিন এ সংস্থাটি আরও জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আরেক উপসর্গ হলো ‘ঘুম থেকে ওঠার অক্ষমতা’। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হলে মুখ ও ঠোঁট নীলচে হয়ে যেতে পারে।

আর তাই করোনায় আক্রান্ত হওয়ার নতুন এসব উপসর্গ দেখে রীতিমত অবাক বিশেষজ্ঞরা। তাদের দাবি, এধরণের উপসর্গের কারণে অনেকে বুঝতেই পারছেন না যে, তিনি করোনা পজিটিভ।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: