তিনহাজার মানুষকে ৩০ দিন খাওয়াবেন তাহসান

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। করোনা দুর্যোগে সবার পাশে দাঁড়াতে নিজের প্রথম অ্যালবাম ‌‘কথোপকথন’র মাস্টার ডেট কপি বিক্রি করলেন তিনি। তাহসানের অ্যালবামটি বিক্রি হলো ৭ লাখ ৫০ হাজার টাকায়।

এবার সেই টাকা দিয়ে একমাস তিন হাজার মানুষকে খাওয়াবেন তাহসান। নিজেই জানালেন এই খবর।

এদিকে তাহসানের অ্যালবাম বিক্রি প্রসঙ্গে জানা গেছে, আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। আর সেই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়ানো হবে।

অন্যদিকে আমিন হাসান (যিনি অ্যালবামটি কিনেছেন) প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত।

প্রসঙ্গত ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটিতে তাহসানের গানের বন্ধু ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন লাইভে হাজির হয়েছিলেন।

তিন বন্ধুর অনলাইন আড্ডায় ভক্তরা মন্তব্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে তাহসানের উদ্যোগের প্রশংসা করেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ