সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ১৭ ফেব্রুয়ারি

সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল হবে ১৭ ফেব্রুয়ারি। সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী শপথের পর বিভিন্ন দল ও নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট গঠনের জন্য ২১ কার্যদিবস সময় দিতে হয়। সে জন্যই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল হবে ১৭ ফেব্রুয়ারি।

ইসির কর্মকর্তারা জানান, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর নবনির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নেন। এখন জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংবিধান অনুযায়ী নারীদের জন্য সংসদে ৫০টি আসন সংরক্ষিত আছে। আইন অনুযায়ী সংসদের ৩০০ আসনে যে দল যতটি আসন পেয়েছে, তার আনুপাতিক হারে নারী আসন বণ্টন হবে। এই হিসাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি নারী আসন রয়েছে।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: