চট্টগ্রামে ১৩ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার তিন ব্যাংক কর্মকর্তা

চট্টগ্রামে পূবালী ব্যাংকের চকবাজার শাখার ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- পূবালী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার ইকরামুল রেজা রিজভী ও কম্পিউটার অপারেটর চন্দন দে।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, পূবালী ব্যাংক কর্তৃপক্ষ মামলা করার পর সোমবার দুপুরে ওই তিন কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে রোববার ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং চট্টগ্রাম আঞ্চলিক মহাব্যবস্থাপক মনজুরুল ইসলাম মজুমদার ওই তিন ব্যাংক কর্মকর্তা, একজন গ্রাহকসহ মোট ৭ জনের নামে ব্যাংকের ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বহদ্দারহাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী মোঃ. হারুন অর রশিদ নামের এক গ্রাহক চারটি চেক দিয়ে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার অনুরোধ করেন। তার সঙ্গে যোগসাজশে ওই ব্যাংক কর্মকর্তারা ক্লিয়ারেন্স ছাড়াই অ্যাকাউন্টে টাকা জমা করেন এবং হারুণ সব টাকা তুলে নেন। পরে দেখা যায়, ওই চার চেকের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: