সাংস্কৃতিক ঐতিহ্য ও সমালোচনা সাহিত্যের প্রাণপুরুষ হোরেসের পুরো নাম ছিলো কুইন্টাস হোরেসিয়াস ফ্যাককাস। ধারণা করা হয়, তার জন্ম খ্রিস্ট পূর্ব ৬৫ অব্দের ৮ ডিসেম্বর ইটালির এপুলিয়া প্রদেশের অন্তর্গত ভেনুশিয়া নামক স্থানে।
তিনি মাত্র গুটিকয়েক শব্দে একটি দৃশ্যকে স্পষ্ট করে তুলেন অনায়াসে। তিনি অত্যন্ত নিখুঁতভাবে ছন্দের গাঁথুনিতে তার কাব্যগুলোকে সমৃদ্ধ করেছেন। ইপোড, স্যাটায়ার, ওড তার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
খ্রিস্টপূর্ব ৮ অব্দে হোরেস পৃথিবী থেকে বিদায় নেন।
তার একটি উক্তি-
“জ্ঞান হচ্ছে ভালো লেখার ভিত্তি ও উৎস।”