অমিতাভের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে মামলা!

প্রাণঘাতী করোনাভাইরাসে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই ভারতজুড়ে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের। মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে তার মৃত্যুর গুজব।

তবে অমিতাভের মৃত্যুর খবরটি ছড়ায় একটি টিকটকের ভিডিওর মাধ্যমে। এ ঘটনায় সাইবার ক্রাইমে মামলাও করেছেন তার এক ভক্ত।

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বলিউড শাহেনশাহ অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা।

এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন, বচ্চন স্যার, এই টিকটক ব্যবহারকারী আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন।

প্রসঙ্গত, সম্প্রতি ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে আসে বলিউড পাড়ায়। এই সুযোগ কাজে লাগিয়েছে গুজবকারীরা। এর মাঝে ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করে অমিতাভেরই আরেক ভক্ত।

 

টাইমস/জেকে

Share this news on: