করোনা: ফরিদপুরে একই পরিবারের পাঁচজনসহ ৬ জন আক্রান্ত

ফরিদপুরে এক পরিবারের পাঁচ জনসহ ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল এলাকার একই পরিবারের পাঁচজন। এদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও এক কিশোরী। এছাড়া জেলার সদরপুর উপজেলার ঢেউখালী এলাকায় এক তরুণীর (১৮) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান জানান, নতুন ছয়জনসহ জেলার আট উপজেলায় মোট ৩২ জন করোনা রোগী শনাক্ত হলেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ফরিদপুর সদরে সাত, বোয়ালমারীতে দশ, নগরকান্দায় পাঁচ, ভাঙ্গায় তিন, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে দু’জন করে ছয়জন এবং মধুখালী উপজেলায় একজন। তবে আক্রান্তদের মধ্যে নগরকান্দায় চার এবং বোয়ালমারী ও ভাঙ্গায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ