করোনা: ময়মনসিংহে আক্রান্ত দুই শতাধিক

ময়মনসিংহ জেলায় করোনাভাইরাসে নতুন করে আরও ১১ জন শনাক্ত হয়েছে। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জন শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৪ জনে। ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা ১৩২ জন। শনিবার পর্যন্ত জেলায় মোট ৫১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন পাঁচজন।

সিভিল সার্জনের সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন পুলিশ সদস্য জেলায় প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল। আক্রান্তের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তের সংখ্যা বেশি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৯৭ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ আক্রান্ত হয়েছেন ১৮ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম বলেন, শনিবার পর্যন্ত ৩২ জন চিকিৎসক, ৩২ জন নার্স ও ২৩ জন অন্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ১১জন চিকিৎসকসহ ৪০ জনের কাছাকাছি সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ধোবাউড়া, গৌরীপুর আর তারাকান্দা বাদে বাকি আটটি উপজেলাতেই ইতিমধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গফরগাঁও আর মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মশিউল আলম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসাদের প্রত্যেককে পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: