ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মনজের মন্ডলের ছেলে লাল্টু (৩৮) ও লোকমান মন্ডলের ছেলে অভি (২২)। এ নিয়ে চলতি মাসে এ উপজেলায় গ্রাম্য বিবাদের জের ধরে খুন হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৪ জন।

কাচেরকোল পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. পিয়ার আলী জানান, গ্রামের মন্ডল ও খা গোষ্ঠির মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। কয়েক দিন আগে মন্ডল গোষ্ঠির পলাশ নামের এক যুবককে খা গোষ্ঠির লোকজন মারপিট করে। পাল্টা ব্যবস্থা হিসেবে রোববার মন্ডল গোষ্ঠির লোকজন খা গোষ্ঠির একজনকে মারপিট করে। সোমবার বেলা ১২ টার দিকে খা গোষ্ঠির লোকজন পাশের খন্দকবাড়িয়াসহ কয়েক গ্রামের অস্ত্রশস্ত্রসহ লোকজন সঙ্গে নিয়ে সু-সজ্জিত হয়ে মন্ডল গোষ্ঠির ও্পর হামলা শুরু করে। এ সময় নিজ বাড়ির সামনে বসে থাকা লাল্টু ও অভিকে ফাঁকা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন জানিয়েছেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি বজলুর রহমান।

 

টাইমস/মিজানুর/এইচইউ

Share this news on: