চট্টগ্রামে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ

দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি ফ্যান কারখানার শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় গোল্ডেন সান লিমিটেড নামের কারখানার কর্মীরা আধ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের সহায়তায় বেতন-বোনাস পরিশোধের আশ্বাসে শ্রমিকরা কাজে যোগ দেন।

শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস তাদের বেতন দেওয়া হচ্ছে না। করোনা দুঃসময়ে তারা অভাব অনটনে আছেন। ঈদের আগে বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও তাও দেয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নামেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার (মার্কেটিং) ওমর হায়দার বলেন, কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হয়নি। মার্চ ও এপ্রিল মাসের বেতন চলতি মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। তবে বোনাস দেওয়ার বিষয়ে মালিকপক্ষ এখনো কোন সিদ্ধান্ত জানায়নি।

কর্ণফুলী থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, মালিক পক্ষ আগামী কয়েক দিনের মধ্যে বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: