সিলেটে আইসোলশনে দুইজনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই দিনে হাসপাতালের করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। ওই দুইজনের করোনা ছিলো না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল। তবে তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, তাছাড়া এদিন রিমন আহমদ ও আকবর হোসেন নামে আরও দু’জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ হাসপাতাল থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ১১৭ জন ও মৌলভীবাজার জেলা ৪৮ জন। বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৪৭ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: