করোনা: সিলেট বিভাগে একদিনে শনাক্ত ২৮ জন

সিলেট বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ জন। বুধবার তারা শনাক্ত হন। এর মধ্যে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে মৌলভীবাজারের ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ঢাকার পরীক্ষাগারে সিলেট বিভাগের আরও ২০ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।

আনিসুর রহমান বলেন, বুধবার সিলেটের ল্যাবরেটরিতে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেটের ১৫ জন, সুনামগঞ্জের ৪ জন ও হবিগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়।

জানা গেছে, সিলেট বিভাগে এখন পর্যন্ত সবমিলিয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৪৪ জনের শরীরে। এর মধ্যে হবিগঞ্জের ১১৮ জন, সিলেটের ১০৩ জন, সুনামগঞ্জের ৬৭ ও মৌলভীবাজারের ৫৬ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: