দুই রোহিঙ্গার করোনাভাইরাস শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথমবারের মতো আক্রান্ত হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই জন রোহিঙ্গা। বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে নমুনা পরীক্ষায় ওই দুজনের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

জানা গেছে, বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে ১২ জন। এদের মধ্যে দুই জন রোহিঙ্গা। অন্যদের মধ্যে নয় জন কক্সবাজার সদর উপজেলার ও একজন চকরিয়ার।

কক্সবাজারে ২ এপ্রিল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট তিন হাজার ৪৬৪ জনের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৪৬ জন।

তাদের মধ্যে ১৩১ জন কক্সবাজার জেলার, সাত জন বান্দরবানের, ছয় জন চট্টগ্রামের ও দুই জন রোহিঙ্গা। এছাড়া কক্সবাজারে এখন পর্যন্ত একজন করোনা রোগী মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: