করোনা: রংপুর বিভাগে পুলিশসহ আরও ২২ জন আক্রান্ত

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে রংপুর জেলার ১৭ জন, কুড়িগ্রামে ২, লালমনিরহাটে ২ এবং গাইবান্ধার ১ জন রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজে বৃহস্পতিবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ২২ জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, রংপুর পুলিশ লাইন্সের ৬ পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ১ পুলিশ সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৩২), মিঠাপুকুর উপজেলার এক শিশু (৪), রংপুর নগরীর গোমস্তপাড়ার এক যুবক (২০), নগরীর আদর্শপাড়ার একই পরিবারের এক যুবতী (২৬) ও এক কিশোরী (১৪), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির এক নারী (৪১), এক যুবক (২৯) ও কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৩২)। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জন।

এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (৩০), সদর হাসপাতালের এক কর্মচারী (৫২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক পুরুষ (৩১) ও এক যুবতী (২৩) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন আনসার সদস্য রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: