করোনায় আক্রান্ত ২০ হাজার ছাড়াল, আরও ১৫ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণের ৬৯তম দিনে দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ২০২ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হিসেবে দেশে এটিই একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন।

এছাড়া কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াল ২৯৮ জন।

শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব এতথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৭৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

Share this news on: