বগুড়ায় নারায়ণগঞ্জ ফেরত যুবকের মাধ্যমে করোনায় আক্রান্ত দুইজন

নারায়ণগঞ্জ থেকে বগুড়ার শিবগঞ্জের ভাটরা গ্রামে নিজ বাড়িতে ফেরা করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে এসে তার মা ও এক প্রতিবেশী সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

জানা গেছে, বগুড়ার শিবগঞ্জের পীরব ইউনিয়নের ভাটরা গ্রামের এক যুবক ৭ মে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। ১০ মে ওই যুবকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত করা হয়। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ওই যুবককে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

এদিকে এরই মধ্যে ওই যুবকের মা ও তার প্রতিবেশী অপর এক নারীর মধ্যে করোনা উপসর্গ দেখা দিয়েছে। ১১ মে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ মে ওই দুই নারীর রিপোর্টে পজিটিভ ফল আসে।

বগুড়া সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই নারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া জয়পুরহাটের ১১ জনের সবার নেগেটিভ রেজাল্ট এসেছে।

 

টাইমস/এসএন

Share this news on: