প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নোয়াখালীর ৭৭ হাজার পরিবার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নোয়াখালীতে কর্মহীন ৭৭ হাজার শ্রমজীবী পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিম্ন আয়ের ৫০ লাখ তালিকাভুক্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করার পরিকল্পনা হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে নোয়াখালী জেলার ৭৭ হাজার পরিবার এই সহায়তা পেয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। পরে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস মোবাইলে ম্যাসেজ পাওয়া কয়েকজন কর্মহীন মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন।

জানা গেছে, সারাদেশে ক্ষতিগ্রস্থ ৫০ লাখ দরিদ্র পরিবারকে ২,৫০০ টাকা করে নগদ, বিকাশ, রকেট এবং শিউর ক্যাশের মাধ্যমে সহায়তা পাঠানো হবে। এতে উপকারভোগীদের কোনও বাড়তি ঝামেলা পোহাতে হবে না। এমনকি টাকা পাঠানোর খরচও সরকার বহন করবে। এছাড়া এই টাকা উত্তোলন করতে উপকারভোগীদের কোনও চার্জ বহন করতে হবে না।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদের চেয়ারম্যান ড. এবিএম জাফর উল্যা, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল উজ্জল আহম্মেদ পিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান প্রমুখ।

 

টাইমস/এসএন

Share this news on: