মার্কাস টুলিয়াস সিসেরো ১০৬ খ্রিস্টপূর্বাব্দের ৩ জানুয়ারি প্রাচীন রোমান সাম্রাজ্যের ৭০ মাইল দক্ষিণ-পূর্বে আরপিনাম নামক শহরে জন্মগ্রহণ করেন। সিসেরো ছিলেন প্রাচীন রোমের বিখ্যাত রাজনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, আইনজীবী, দার্শনিক, বাগ্মী, দূত ও সংবিধান প্রণেতা।
জুলিয়াস সিজারের ঘনিষ্ঠ ব্যক্তি অ্যান্টনিও সিনেটকে দিয়ে সিসেরো ও তার অনেক সমর্থককে দেশদ্রোহী ঘোষিত করান। কিন্তু সবার মধ্যে সিসেরোকে হত্যা করা হয় সবচেয়ে নৃশংসভাবে। অ্যান্টনির নির্দেশে হেরেনিয়াস নামক এক সৈন্য সিসেরোর দুই হাত কাটার পর তার মুণ্ডচ্ছেদ করে।
৪৩ খ্রিস্টপূর্বাব্দের ৭ ডিসেম্বর তার ঘটনাবহুল জীবনের পরিসমাপ্তি ঘটে।
তার একটি উক্তি-
“গুনকে গৌরব ছায়ার মতো অনুসরণ করে থাকে।”