ঈদের নামাজ ঘরে আদায় করা যাবে - সৌদি গ্র্যান্ড মুফতি

ঈদের নামাজ ঘরেও আদায় করা যায় বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখ। তিনি সৌদি আরবের বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিলের প্রধানের দায়িত্বও পালন করছেন।

সংবাদমাধ্যম আরব নিউজ’কে দেয়া এক সাক্ষাতকারে সৌদির গ্র্যান্ড মুফতি বলেছেন, অস্বাভাবিক অবস্থায় বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল ফিতরের নামাজ নিজের ঘরে আদায় করাই উত্তম।

অন্যান্য নামাজ যেমন একাকি ও জামাতের সঙ্গে পড়া যায়, তেমন ঈদের নামাজও একাকি অথবা নিজে নিজে ঘরে বসে আদায় করা যাবে বলেও জানান তিনি।

শেখ আবদুল আজিজ আল শেখ আরও বলেন, করোনাভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে বেশিরভাগ সময় মানুষ নিজের ঘরে অবস্থান করছে। কাজেই নিজেদের ও নিজেদের সন্তানদের সুরক্ষায় ঘরেই নামাজ আদায় করুন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে মক্কা ও মদিনার প্রধান দুটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি নামাজ সীমিত করেছিল সৌদি সরকার। এখন পর্যন্ত সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল ফিতরের নামাজও সীমিত আকারে আয়োজন করতে যাচ্ছে দেশটি।

 

টাইমস/এসএন

 

Share this news on:

সর্বশেষ