প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক পেইজ, গ্রেফতার পাঁচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, গুজব সৃষ্টি, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। 

গ্রেফতার ৫ জন হলেন- ওমর ফারুক (৩০), সাব্বির হোসেন (২৪), আল আমিন (২৭), আমিনুল ইসলাম (২৫), মনির হোসেন (২৯)। সাইবার অপরাধের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা জানান, র‌্যাব-২ এর একটি দল বুধবার রাতে ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভার, ডেমরা ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে ১১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনের নামে ফেইসবুক পেইজ খুলে ভুয়া খবর ছড়ানো হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সতর্ক করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: